মোঃ হাবিবুল্লাহ
পটুয়াখালী প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৫,
পটুয়াখালীতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনীতে উপচে পড়া ভিড়।
পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে শহরের ঝাউতলা এলাকায় শুরু হয়েছে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শনিবার ( ৮ ফেব্রুয়ারী) পর্যন্ত। প্রথম দিনেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এই প্রদর্শনীতে সৌরাচার হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবি স্থান পেয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনের আলোচিত ছবির পাশাপাশি পটুয়াখালীর আন্দোলন সংগ্রামের ছবিগুলোও গুরুত্ব সহকারে স্থান পেয়েছে। শহরের ঝাউতলা ফোরলেনের সাইকেল লেনে স্থাপিত অস্থায়ী প্যান্ডেলে ৬২টি ছবি প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ, মীর মুগ্ধসহ হাজারো ছাত্র-জনতার ওপর পুলিশি হামলা, ছাত্রলীগের নির্যাতনের চিত্র এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর উচ্ছ্বাসের মুহূর্তের ছবিগুলো স্থান পেয়েছে। এছাড়া প্যাভিলনের বাইরে প্রজেক্টরের মাধ্যমে আন্দোলনের বিভিন্ন ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে ঘুরতে আসা হুরি জান্নাত মিম বলেন, ‘এই চিত্র প্রদর্শনী দেখে আন্দোলনের সেই কঠিন দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের জন্য এটি শিক্ষণীয়।’
একইভাবে আসাদুক হক বলেন, ‘আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এসব ছবি দেখে মনে হচ্ছে, আগামীর বাংলাদেশ গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন,‘সৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় দেশে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালানো হয়েছিল। এখনো দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় এবং নতুন প্রজন্মকে আন্দোলনের ইতিহাস জানাতে এ আয়োজন করা হয়েছে।’
চিত্র প্রদর্শনীতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহের ফলে আয়োজকরা মনে করছেন, এটি পটুয়াখালীতে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।