মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
হবিগঞ্জ – ২ (বানিয়াচং -আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানকে রাত ৯টার দিকে ঢাকা উত্তরা থেকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
ডিএমপি
গোয়েন্দা সূত্রে জানাযায়, সাবেক এই সংসদ সদস্যর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানা এবং বানিয়াচং থানায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
গত ৫ আগষ্ট দেশ থেকে সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এই সাবেক এমপি নিজেকে আত্নগোপন করে পালিয়ে যান।
সোমবার (১০ ফেব্রুয়ারী২৫) ইং
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা উত্তরার একটি বাসা থেকে রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করেন একদল ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন!
হবিগঞ্জ সদর এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যা অগ্নিসংযোগ ভাঙচুরের মামলার আসামি হিসেবে আত্মাগোপনে ছিলেন সাবেক এম পি এডভোকেট আব্দুল মজিদ খান!