মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
হবিগঞ্জ শায়েস্তগঞ্জে র্যাবের অভিযানে বহু অপকর্মে হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব গ্রেফতার করেছে র্যাব -৯।
শনিবার (১৫ ফেব্রুয়ারী ২৫)ইং হবিগঞ্জ আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়!
স্থানীয় সুত্রে জানা যায়
শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল শহিদের ছেলে ল্যাড়া তালেব!
শনিবার দুপুুরে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন!
র্যাবের সুত্রে জানা যায়
শায়েস্তাগঞ্জ থানার খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি আবু তালেবকে গ্রেফতার হয়।
আবু তালেব যাকে সবাই ল্যাংড়া তালেব নামেই চেনে।
সারাদেশেই রয়েছে যার ব্যাপক পরিচিতি।
তিনি গাড়ি চোর চক্রের গ্যাং লিডার। তার গ্যাংয়ে দেশজুড়ে রয়েছে ৫ শতাধিক সদস্য।
এই গ্যাং প্রাইভেটকার, মোটরবাইক, সিএনজি অটোরিকশা চুরি করে।
এসব গাড়ি তারা কৌশলে আবার টাকার বিনিময়ে মালিককে ফেরত দেয়।
অনেকটা মুক্তিপণের মতো। এমন অভিনব প্রতারণার মাধ্যমে চুরি অব্যাহত রেখেছিল ল্যাংড়া তালেব ও তার গ্রুপের সদস্যরা।
এলাকাবাসী জানান, তালেব এর বাবা তালা খোলার কারিগর ছিলেন।
তালেব তার বাবা নিকট থেকে তালা খোলার বিষয়ে ধারণা পায়। এরপর তালা খোলায় এতটা দক্ষ হয়ে যায়; তাকে নিয়ে এলাকায় একটি কথা প্রচলিত রয়েছে যে, তালেব যেদিকে হেটে যায়, তালা খোলে যায়’।
এছাড়া তার বিরুদ্ধে ডাকাতিসহ ১৮ টিরও বেশি মামলা আছে।
গত ০৫ আগস্ট সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোকের কর্মতৎপরতা ও ডাকাতির হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
এরই অংশ হিসেবে সারা দেশের ন্যায় জেলার বিভিন্ন অঞ্চলেও ডাকাতির হার অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।
র্যাব ডাকাতি দমনে কাজ করছে। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।