এম এ আকবর স্টাফ রিপোর্টার :
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ‘যাকাত ওয়েলফেয়ার ফান্ড’-এর ব্যবস্থাপনায় পরিচালিত মাইজভাণ্ডার দরবার শরিফ গাউসিয়া হক মনজিল’র নিজস্ব ভবনে স্থাপিত ‘হোসাইনী আই কেয়ার সেন্টার’ হতে ৬ জন চক্ষু রোগীর যথাক্রমে ১.নুর আয়েশা, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, ২.মনোয়ারা বেগম, পশ্চিম ধলই, শফিনগর, হাটহাজারী, চট্টগ্রাম, ৩.জকুমা খাতুন, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম, ৪.আবদুল মোনাফ, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম, ৫.জাহেরা খাতুন, মাষ্টার মাজার রোড, বায়েজিদ, চট্টগ্রাম ও ৬.মোঃ জসিম, ২নং গেইট, মেয়র গলি, চট্টগ্রাম-এর বিনামূল্যে ওষুধসহ চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন-
🩺 ডাঃ মোঃ ওয়াজেদ চৌধুরী অভি
ডেপুটি সিভিল সার্জন, চট্টগ্রাম। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফএমডি, সিসিডি এমপিএইচ, ডিও, এমএস (চক্ষু) (সি), এক্স রেজিষ্ট্রার (চক্ষু) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পি জি হাসপাতাল) ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট (ঢাকা)।
এ সময় যাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালনা পর্ষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।