1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

শীতের বিদায় বৈসু,সাংগ্রাই,বিঝু আগমন কোকিলের কুহুহু- কুহুহু কন্ঠে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা,খাগড়াছড়ি (মহালছড়ি) প্রতিনিধিঃ

কোকিলের কুহুহু কুহুহু কন্ঠে জানান দেয় পার্বত্য এলাকায় বাংলা বর্ষপঞ্জিকা শেষান্তের দিকে, জানান দেয় পাহাড়িদের আগমনী বড় উৎসব বৈস্যু,সাংগ্রাই, বিঝু আসছে।
পাহাড়ী এলাকায় গ্রামাঞ্চলে ভোর হলে কোকিলের সুরেলা কণ্ঠের ঘুম ভেঙ্গে যায় মানুষের।
ষড়ঋতু দেশ বাংলাদেশ প্রকৃতি নিয়মে বৈচিত্র্য রুপে হাজির হয়। শীতকে বিদার দিয়ে প্রাকৃতিক ভাবে আগমন ঘটে ঋতুরাজ বসন্ত বাংলা বছর শেষ দুই মাসে।
কুহুহু কুহুহু কোকিলের ডাকটা শুধু পুরুষ কোকিলের ডাক, স্ত্রী কোকিলের নয়। পুরুষ কোকিলের রং কালো,তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের পোঁচ দেওয়া, ঠোঁট সবুজ ও বাঁকানো। চোখের রং টকটকে লাল এবং লেজ লম্বা থাকে। স্ত্রী কোকিলের রং সাদা কালো।

এ বিষয়ে একজন বয়স্ক লোকে সাথে কথা হয সাংস্কৃতিক ঐতিহ্যবাহি বিঝু আগমনে কোকিল আর বৈসাবী এক সুত্রে গাধা ছোট কাল থেকে দেখছি। পাহাড়ীদের বিঝু উৎসবে এক / দুই মাস আগে থেকেই কোকিল জানান দেয়। উৎসবে সময় গ্রাম চলে ঘর- বাড়ি সাজানো, পরিষ্কার-পরিচ্ছন্ন করা,আত্মীয়- স্বজন বাড়িতে ঘুরে বেড়ানো, এই সময়ে কাজ একটু কম থাকে পরিবেশ টা আনন্দ মুহূর্ত গ্রামে গ্রামে চলে ছোট ছোট ছেলে- মেয়েদের খেলা-ধুলা মহড়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট