1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

টেকনাফ ফার্মাসিউটিকাল্স্ ম্যানেজার এসোসিয়শনের ইফতার অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

আয়াছ উদ্দিন আবির স্টাফ রিপোর্টার টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ ফার্মাসিউটিকাল্স্ ম্যানেজার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে PMA এর ভারপ্রাপ্ত সভাপতি ইনসেপ্টা ফার্মাসিউটিকাল্স্ লিমিটেডর সিনিয়র এরিয়া ম্যানেজার আব্দু সবুর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামর্দদের এরিয়া ম্যানেজার আজিম উদ্দীনের সঞালনায়,টেকনাফ PMA এর সাংগঠনিক সম্পাদক ফার্মাশিয়া লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার আয়াছ উদ্দিন আবির এর শুভেচ্ছা বক্তব্য সফল ভাবে সম্পন্ন হয়,

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএসএম ফোরামের সম্মানিত প্রতিনিধী এডরুক ফার্মা লিমিটেডের আরএসএম শাহ আলম স্যার

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ PMA এর উপদেষ্টা ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার আবুল বস্ টেকনাফ PMA এর অর্থ সম্পাদক নাভানা ফার্মার এরিয়া ম্যানেজার জহির বস্

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন টেকনাফ পিএমএর প্রচার সম্পাদক এভারেস্ট ফার্মা এর ম্যানেজার ট্রপিকাল বস্ জিসকা ফার্মা এরিয়া ম্যানেজার মামুন বস্ পপুলার ফার্মা এরিয় ম্যানেজার আব্দুস শুক্কুর বস্ বায়ো ফার্মা সিনিয়র এরিয়া ম্যানেজার রেজাউল বস্ কনকর্ড ফার্মা ম্যানেজার সাজ্জাদ সহ

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতে ইফতার ও দোয়া মাহফিলে একান্ত ভাবে ফার্মাসিউটিকাল্স্ গড়ে তোলার এখনই সময়
বক্তরা অধিকার আদায়ের এক সাথে কাঁদে কাদঁ মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলার প্রত্যয় সময়
সবার উপস্থিতে উক্ত অনুষ্টিত সফল করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট