1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত  সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন। গোয়ালন্দে নুরু পাগলের মাজার গুড়িয়ে দিল জনতা। দিনাজপুরে জমিতে কীটনাশক ছিটাতে গিয়ে কৃষকের মৃত্যু সিলেটের সুনামগঞ্জে ২৩টি ভারতীয় চোরাই গরু আটক দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় হাবিব আহমেদকে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! নবীগঞ্জে সংষর্ষে নিহত সাব্বিরের পরিবারের পাশে-পুলিশ সুপার। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির নির্মিত ভবনের শুভ উদ্বোধন।  আজমিরীগঞ্জে কলেজ ছাত্রদলের কমিটির অনুমোদনে আনন্দ মিছিল তানোরে মহানগর ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা

নরসিংদীর পলাশে দুই ভাইকে কুপিয়ে হত্যা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

নরসিংদীর পলাশে সাকিব মিয়া (২০) ও তার ভাই রাকিব মিয়াকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়।

সোমবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে পলাশ উপজেলার ভাঘদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সাকিব মিয়া ও তার ভাই রাকিব মিয়া আশরাফ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের পিতা আশরাফ উদ্দিন ও মা রাবেয়া খাতুন।

নিহতের স্বজনরা জানান, নিহত রাকিব ও তার পিতা আশরাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো। তাই এলাকার দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একদল দুর্বৃত্ত। কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি।

এরই মধ্যে সোমবার ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা কর্তাতৈল এলাকায় বেড়াতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।

 

খবর পেয়ে তার ভাই রাকিব ও তার মা-বাবাসহ স্বজনরা ঘটনাস্থলে যায়। ওই সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে রাকিব ও তার মা-বাবাকেও এলোপাথাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রাকিব ও তার মা-বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঢাকায় নেওয়ার পথে রাকিবও মারা যান। তার মা-বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহতের চাচি হাজেরা বেগম বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছিল।

চাঁদা না দেওয়ায় আজকে ঈদের দিন ঘুরতে গেলে সন্ত্রাসীরা সাকিব ও রাকিবকে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই।

 

পলাশ থানার ওসি মনির হোসেন সাংবাদিকদের বলেন, চোর সন্দেহে পলাশের বাঘদি গ্রামের লোকজন সকালে একজনকে গনধোলাই দিয়েছে। পরে রাতেও চোর সন্দেহে কয়েকজনকে গনধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

অপর আহত ৩ জনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কেউ মারা গেছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট