মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি!
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ করা হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে ১৬ জন জেলেকে ৪টি করে ছাগল এবং ৯ জন জেলেকে ২টি করে শুকর প্রদান করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ডা. রাজু আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শরৎ কুমার ত্রিপুরা, সহকারী পরিচালক, খাগড়াছড়ি মিনি মৎস্য হ্যাচারি, প্রিয় কান্তি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা, পানছড়ি।
বিতরণ শেষে ছাগল ও শুকর পালনের সঠিক পদ্ধতি এবং পরিচর্যার বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন ডা. আবীর হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা, পানছড়ি।
আয়োজকরা জানান, প্রকৃতিক জলাশয়ে মাছের ভারসাম্য রক্ষা এবং জেলেদের বিকল্প আয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে মাছের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং জেলেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আশা করা হচ্ছে।