বরিশাল হিজলা প্রতিনিধি:- নাহিদুল ইসলাম
বরিশাল হিজলা উপজেলায় খালের পানিতে পড়ে দুই শিশু মামা ভাগ্নের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরের দেড়টার সময় বাউশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায় বাউসিয়া গ্রামের মোক্তার বাগার শিশু ছেলে আব্দুল্লাহ ৬- ও তার মেয়ের কন্যা সাওদা ৫- নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করলেও ভাগ্নি সাঁওদার তথ্য এখনো পায়নি।
এই ঘটনায় হিজলা থানার ফায়ার সার্ভিস, কোর্সগার্ড, নৌ পুলিশ, নিখোঁজ সাওদার লাশ অভিযান পরিচালনা করেন।
জানা যায় মোক্তার বাগার বাড়িতে মেয়ে ও নাতনি বেড়াতে আসে, দুপুরে মামা-ভাগ্নি সবার চোখের আড়াল হয়ে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইলিয়াস সিকদার জানান ঘটনাটি দুপুরেই অবগত হয়েছি , যে শিশুটি এখনো নিখোঁজ রয়েছে,
তা উদ্ধারে অভিযানে প্রশাসন নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।