স্টাফ রিপোর্টার ॥
শেরপুর হাইওয়ে সড়কের, ও কুশিয়ারা নদী ভাঙ্গনের কবলে আশপাশের প্রায় ৮-১০গ্রামের হাজার হাজার মানুষ সেবা থেকে বঞ্চিত হয়ে পরেছে! শেরপুর হাইওয়ে থেকে লামা তাজপুর হয়ে দক্ষিন কালনিচর পর্যন্ত প্রায় ৮ কি:মি: রাস্তা পাকা করনের জন্য এলাকাবাসীর দীর্ঘ কয়েক বছর যাবত জোর দাবী জানিয়ে আসছে। তারই পরিপেক্ষিতে ২ কি:মি কাজ কোন রকম শেষ করে বাকী কাজ অনুমোদন বা বরাদ্ধ না থাকার কাজ আটকে থাকে। স্থানীয় বাসিন্দারা এখানে এমন এক অবস্থায় ২ নং সাদিপুর ইউনিয়নের রাস্থা হলেও এখানে নবীগঞ্জের ৪নং দীঘলবাক ইউনিয়নের ২ টি গ্রাম ৫ নং ওয়ার্ড এমন এক অবস্থায় আছে সামান্য বৃষ্টি হলে হেটে আসার অবস্থা ও গাড়ি চলাচল এমন কি নৌকা চলাচল করেও যাতায়াত করার অবস্থা নেই। তাছাড়া এখানে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে। অনেক অসুস্থ রোগীকে যাতায়াত এর বেহাল অবস্থায় সময় মতো চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছেনা। জড়ধফ হড়-৬৯১৬৯৪০৬২ বিগত সময়ে অনেকবার জনপ্রতিনিধির নজরে পরার পর অনেক বার আশ^স্থ করার পর ও আজ অবধি পর্যন্ত রাস্তা কাজে কোন ও প্রকার অগ্রগতি নেই। ইতিমধ্যে সিলেট বিভাগে সড়ক উন্নয়নের জন্য স্থানীয় সরকার বরাদ্ধ দিচ্ছে। আমি একজন ইংল্যান্ড প্রবাসী আমাদেরকে রেমিট্যান্স যোদ্ধা ও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সরকারের নিকট জোরদাবী জানাচ্ছি আপনারা আমাদের দাবী বাস্তবায়নে দৃষ্টি দিবেন। আমাদের এই রোড এর কাজ হয়ে গেলে হাজার হাজার মানুষ ভোগান্তি থেকে রেহাই পাবে। বর্তমান এই প্রজেক্টে আমাদের এলাকার ওই রাস্তা কে অনুমোদন করবেন! বিপ্লব পরবর্তী বর্তমান অন্তবর্তীনকালিন সরকার বিশেষ করে ড. মোহাম্মদ ইউনুস স্যার এর নেতৃত্বাধীন সফলভাবে নির্বাচনের আগ পর্যন্ত সুনাম এর সহিত কাজ করে যাচ্ছেন তার ভুয়সী প্রশংসা করছি। আপনাদেরকে আজীবন স্মরনীয় করে রাখবো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাসী কমিউনিটি লন্ডনে আমাদের এলাকার অনেকেই ইতিবাচক পরিশ্রম ও বিগত দিনে অসংখ্যবার বিষয়টি জনপ্রতিনিধিদের জানিয়েছেন । অনেক বার পরিদর্শন করেছেন লন্ডন কমিউনিটিতে বিশেষ করে মাধবপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি ব্যাক্তিত্ম আনছার ,ছানাওয়ার , নোমান,আবুল মনসুর চৌধুরী ছানু ,দুনু ,শুয়েব ,লন্ডণস্থ আমাদের গালিমপুর গ্রামের মাও: এফ কে এম শাহজাহান,২নং সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ ভিপি মুসা,
লন্ডণ প্রবাসী গালিম পুররের গোলাম মর্তুজা,গালিমপুর গ্রামের এডভোকেট জুনেদ ,সুরিকোনার মাহমদ মিয়া,বাশার ,আফছর মিয়া,সাহেদ ,হেলাল ,বর্তমান ৫ নং ওয়ার্ড মেম্বার আকুল মিয়া লামাতাজপুর সৈয়দ সাজু,শুমেল সহ একাধিক মানুষ সবাই অনেক দিন যাবত চেস্টা করেছেন এবং আমাদের সবার প্রত্যাশা পুরনে আমাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত মানুষের দাবি পুরণ করে উন্নয়ন এগিয়ে আসার আহবান জানাচ্ছি ! আমাদের এই রাস্তার কাজ অচিরেই শুরু হউক এবং দুর হউক আমাদের দু:খ দুর্দশা।