1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মানববন্ধন! ছনবাড়ী সড়কে ইট-রাবিশে চলাচলের পথ সুগমে এলো পাথর ব্যবসায়ী সমিতি! ছনবাড়ী সড়কের চলাচলের পথ সুগমে এগিয়ে এলো পাথর ব্যবসায়ী সমিতি! নরসিংদীর মাধবদী বাজারে প্রায় শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই। নারায়ণগঞ্জে হিন্দু মহা জোটের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত!  খাগড়াছড়ি অসহায় পরিবারকে গৃহ নির্মান করে দিলেন বিএনপি! বানিয়াচংয়ে আ: লীগের সাবেক সভাপতি ফরিদ মিয়া গ্রেফতার! বাহুবল কলেজ ছাত্রলীগ সভাপতি রায়হান গ্রেফতার! সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি! মুরাদনগর মাদক ব্যবসায়ী  রুবি ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা!

ছনবাড়ী সড়কে ইট-রাবিশে চলাচলের পথ সুগমে এলো পাথর ব্যবসায়ী সমিতি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছনবাড়ী সড়কে ইট-রাবিশে চলাচলের পথ সুগমে এলো পাথর ব্যবসায়ী সমিতি!

 

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি| |

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাবুল নগর থেকে ছনবাড়ী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে ইট ও রাবিশ দিয়ে চলমান এ সংস্কার কাজ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্ষার সময় এই রাস্তায় জলাবদ্ধতা ও কাদার কারণে দীর্ঘদিন ধরে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যানবাহন চলাচল, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া এবং অসুস্থ ও বৃদ্ধদের চলাফেরায় একরকম অচলাবস্থা তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে কোনো সরকারি বরাদ্দ না থাকায় রাস্তাটি ছিল অবহেলিত।

স্থানীয় বাসিন্দা সমাদ আলী জানান, “গত ১০ বছরে এ রাস্তায় কোনো উন্নয়ন হয়নি। চেয়ারম্যান-মেম্বারের কাছে বহুবার গিয়েও কাজ হয়নি। সংগঠনের উদ্যোগে এ কাজ হওয়ায় আমরা কৃতজ্ঞ, তবে আমরা চাই রাস্তার স্থায়ী সমাধান হোক।”

শাহ আরেফিন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আজির উদ্দিন তালুকদার বলেন, “আমাদের সংগঠনের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আমরা রাস্তার মেরামত শুরু করেছি। ইটভাটা থেকে রাবিশ এনে প্রায় ২ ইঞ্চি পুরু করে বিছানো হচ্ছে যাতে চলাচল সহজ হয়। বৃষ্টি হলেও এখন সবাই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পাবে। তবে প্রশাসনের সহযোগিতা পেলে কাজ আরও দ্রুত ও মানসম্মতভাবে করা সম্ভব।”

রাস্তা সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁদের মধ্যে ছিলেন: আইয়ুব আলী, আনাই মিয়া, সানুর আলী (সাবেক মেম্বার), হাজী আঃ রশিদ, হুশিয়ার আলী, বশর মিয়া, রতন মিয়া, হাজী আজির (সাবেক মেম্বার), বাবুল আহমদ, ঈসমাইল, সেবুল মিয়া, ইয়াসিন, আনফর আলী, জাহের মির্দা, ঈসমাইল হোসেন, আঃ নুর, ইব্রাহিম, আলী হোসেন, হেকিম, মানিক মিয়া, সোনা মিয়া, ফারুক মিয়া, জৈনুদ্দিন, সাদ্দাম, এলাইচ মিয়া, সাইফুল আলম, ইয়াকুব মিয়া, সমাদ আলী, কালা মিয়া, লিলু মিয়া, হান্নাম মিয়া, ফিরুজ মিয়া, আলাউদ্দিন, সমুজ আলী, আফসার তালুকদার, জামাল উদ্দিন প্রমুখ।

এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বীকৃতি দিয়ে দ্রুত রাস্তাটিকে টেকসইভাবে পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট