মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
আজ ০৭ জুলাই ২০২৫ ইং তারিখে
নোয়াখালী সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট হঠাৎ করে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ (তারিখ) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললে, হাসপাতাল কর্তৃপক্ষ পুরো ইউনিটটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে সাধারণ জনগণ ও সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত আজকের প্রতিবাদ কর্মসূচির ফলে কর্তৃপক্ষ পিছু হটতে বাধ্য হয় এবং ডায়ালাইসিস ইউনিট চালু রাখার আশ্বাস প্রদান করে।
সাধারণ মানুষের দাবি—দূর্নীতিবাজদের অপসারণ করে সৎ, যোগ্য ও দায়িত্বশীল চিকিৎসকদের তত্ত্বাবধানে কিডনি ডায়ালাইসিস ইউনিট পরিচালনা করতে হবে, যেন এই গুরুত্বপূর্ণ ইউনিটটি জনগণের প্রত্যাশা ও প্রয়োজন পূরণে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারে।