তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালি এলাকায় একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা বেগম (৭) এবং ছেলে নিরব (২)। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রোববার রাতে। ঘটনার পর থেকে নিহতের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দেড় মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার ফাইয়ুম মিয়ার দুই রুমের একটি বাসা ভাড়া নেন। রফিকুল ইসলাম কাঠালি এলাকার রাসেল মিলে চাকরি করতেন এবং নজরুল ইসলাম অটোরিকশা চালাতেন।
রোববার রাত আটটার দিকে রফিকুল ইসলাম কাজের জন্য বাসা থেকে বের হয়ে যান। পরদিন সকালে ডিউটি শেষে বাসায় ফিরে এসে দেখেন, বারান্দার গেটে তালা লাগানো। অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি বাসার মালিক ও তার স্ত্রীকে ডেকে আনেন। পরে তারা বারান্দার দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান—রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম, কন্যা রাইসা ও পুত্র নিরবকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ খাটের উপর পড়ে ছিল।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা এবং রক্তমাখা বিছানার চাদর উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ বা স্থানীয়রা। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে।