নাজির খান -নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
২৫ শে জুলাই, রোজ শুক্রবার, ১০:৩০ মিনিটে, ৩০০ শজ্জা বিশিষ্ট হাসপাতাল খানপুর নারায়ণগঞ্জে, মোঃ জুয়েল নামে এক ব্যক্তিকে, জরুরী বিভাগে ভর্তি করান,
মুসাম্মাৎ, সাথী, শামীম মোহাম্মদ সেন্টু, গ্রাম, রসুলবাগ, গোদনাইল লক্ষীনারায়ণ , নারায়ণগঞ্জ,
উপরোক্ত ব্যক্তিবর্গের বাসায়, মোঃ জুয়েল,, ৩১, ব্যক্তি বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান,
হাসপাতালে আনার পর, ডাক্তার পরীক্ষা করে জানতে পারে , মোহাম্মদ জুয়েল পূর্বেই মারা গিয়েছেন,
তালাশ বিডির প্রতিনিধি, ঘটনার স্থলে উপস্থিত হয়ে, প্রথমে নারায়ণগঞ্জ সদরের টল পুলিশকে অবহিত করেন,
এসআই , মোহাম্মদ কবির নারায়ণগঞ্জ সদর থানা, মাধ্যমে, সিদ্ধিরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ অলিউল্লাহ, সাহেবের মাধ্যমে আইনি কার্যক্রম মাধ্যমে মোহাম্মদ জুয়েলের মৃত্যু দেহ, তাহার আত্মীয়-স্বজনের নিকট, সকাল ৯ ঘটিকার সময়, সাব, ইন্সপেক্টর অলিউল্লাহ , বুঝিয়ে দেন। উক্ত বিষয়ে কোন পক্ষেই মামলা রুজু করেননি।
মোসাম্মৎ পারভিন আক্তার, জেলা প্রতিনিধি, তালাশ বিডি।