আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার( কুমিল্লা)
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের এর আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি স্কিম (এসইডি) পুরস্কার বিতরণী অনুষ্ঠান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৮ জুলাই, ২০২৫ বেলা ১১ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এসএসসি, এইচএসসি ও সম্মান ৩৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগর অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সোমেশ কর চৌধুরী – আঞ্চলিক পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কুমিল্লা অঞ্চল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী – সহকারী পরিচালক – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কুমিল্লা অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউছারুল ইসলাম, বৈজ্ঞানিক গবেষণা কর্মকর্তা কুমিল্লা শিক্ষা অফিস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শামীম ইকবাল ও ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, লালমাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য মোঃ আহসান উল্লাহ রাজু সহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র – ছাত্রী বৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন।