মোঃ মনির উদ্দিন
দোয়ারা বাজার প্রতিনিধি।
দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে
২০২২ সালের ভয়াবহ বন্যায় হকনগর বাজার টু আননপাড়া সড়কটি ভেঙে যায়। দীর্ঘ তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ধরনের সরকারি সহায়তা না পাওয়ায় ভোগান্তির শিকার হন স্থানীয় বাসিন্দারা।
সড়কটি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত হোঁচট খাচ্ছিল জীবনের স্বাভাবিক গতি।
বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না আসায়, শেষ পর্যন্ত নিজস্ব উদ্যোগেই এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে বাঁশের তৈরি একটি সাঁকো নির্মাণ কাজ করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর ভাষ্য, “আমরা অনেক আশা করেছিলাম সরকার,মেম্বার, চেয়ারম্যান পাশে দাঁড়াবে। কিন্তু কেউ আসেনি। বাধ্য হয়ে নিজেরাই একতাবদ্ধ হয়ে এই সাঁকো তৈরি করছি, যাতে অন্তত মানুষ চলাচল করতে পারে।”
স্থানীয় ব্যবসায়ী মজিবুর রহমান জানান, “এই সাঁকো আমাদের গর্ব। এটা শুধু বাঁশের কাঠামো না, এটা আমাদের সংহতির প্রতীক। তবে আমরা চাই, সরকার দ্রুত টেকসই সড়ক নির্মাণে পদক্ষেপ নিক।”
উল্লেখ্য, হকনগর বাজার টু আননপাড়া সড়কটি স্থানীয় অর্থনীতি এবং শিক্ষাব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সড়ক বিচ্ছিন্ন থাকায় এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
এখন প্রশ্ন উঠেছে—জনগণের করের টাকায় পরিচালিত সরকারের দৃষ্টি কখন পড়বে এই অঞ্চলের দিকে?