
দিনাজপুর জেলা প্রতিনিধি
সাহারুল ইসলাম
উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার
রফিকুল ইসলাম। সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল কাউসার শেখ মামুন
দিনাজপুর জেলার জজ কোর্টের জিপি মোল্লা সাখোওয়াত হোসেন,
মেজর ফারাবি, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ক্যাপ্টেন কায়েস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ ।
দিনাজপুর জেলার ঘোড়াঘাটা প্রতিরক্ষা কলনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে এম এফ আর ও করতিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় এ উপলক্ষে ঘোড়াঘাট হিলি মোড় স্থাপিত সেনা ক্যাম্পে বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সিনাবাহিনীর এরিয়া সদর দপ্তর রাংপুরের মেলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন (এম এফ আর ও)প্রোস ব্রিফিং করেন । মেজর নাজমুল হক জানান ঘোড়াঘাটে ৫ টি প্রতিরক্ষা কলনির নুরজাহান পুর খোদাদাতপুর হায়দারনগর ওসমান পুর ও আফছারাবাদ কলোনির ১৩৭৫ একর জমির মধ্যে ৪৭১ একর জমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বডের নামে রেকর্ড হয়েছে বাকি জমি রেকর্ড প্রতিক্রিয়াধিন তিনি আরো জানান
এম এফ আর জানানও তিন বাহিনীর কল্যাণের জন্য একটি সারকারি সংস্থা য়া সম্পুর্ন আইনানুগ ভাবে নিতি মালার মধ্যে থেকে তারা কার্যক্রম পরিচালনা করেছে। এক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়ালে বা কোন ধরনের অপরাধ করলে সেটাও আইনে প্রতিক্রিয়ায় মোকাবেলা করা হবে। সশস্ত্র বাহিনী কারো শত্রু নয় জনগণের বন্ধু
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।
৬-৮-২০২৫