চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা আধ্যাত্নিক নগরী নামে পরিচিত
মাইজভান্ডার দরবার শরীফে সাজ্জাদানশীন সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-মাইজভান্ডারীর (ক.) ১৪তম বার্ষিক ওরশ শরীফের প্রশাসনিক সমন্বয় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গাউছিয়া রহমান মনজিলের সভায় প্রধান অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা শাহ্জাদা শায়খ সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, ফটওকছড়ি থানার ভারপ্রাপ্ত (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক আহমদ আলী চৌধুরী প্রমুখ।
প্রতি বছরের মত এবারও ওরশ শরীফের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওরশ শরীফে আগত আশেক, ভক্ত, মুরিদানদের জানমালের নিরাপত্তা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ বান্ধব স্যানিটেশন, বিশুদ্ধ পানীয়, প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তার ও এম্বুলেন্স’র ব্যবস্থা থাকবে। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সফল করতে পল্লী বিদ্যুৎ, জনস্বাস্থ্য অধিদফতর, সড়ক ও জনপথ, জনপ্রতিনিধি, স্থানীয়দের সঙ্গে বিশদভাবে আলোচনা হয়।