লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুবদিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি র্যালী বের হয়।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ শেষে শুরুর স্থানে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান। গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: শাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি,গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন খান,সহকারী পরিচাক সাজেদুল হক,প্রশিক্ষক প্রতিভা অধিকারী প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫৫ জনকে মোট ৩৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান এবং মোট ৮০ জনকে সনদপত্র প্রদান করা হয়েছে।