সাহারুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি|
দিনাজপুরের ঘোড়াঘাটে বন্ধুদের সাথে নদীতে সাঁতার কাটতে নেমে ইসমাইল হোসেন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন এবং তাকে এখনো উদ্ধার করা যায়নি। ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে। নিখোঁজ ইসমাইল হোসেন একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। ঘটনার পর থেকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও রংপুরের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।