এম এ আকবর স্টাফ রিপোর্টার
মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবছরও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ‘বই বিতরণ কর্মসূচি ২০২৫’ আজ ২৯-০৬-২০২৫’খ্রি:,রোজ শুক্রবার জ্যোতি ফোরামের কেন্দ্রীয় কার্যালয় শোকর-এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা,বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। উদ্বোধনকালে তিনি ক্ষুদে শিক্ষার্থীদের নৈতিক দীক্ষায় দীক্ষিত হওয়ার আহ্বান জানান এবং উন্নত চরিত্র গঠনের ক্ষেত্রে মাইজভাণ্ডারী দর্শনের গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরেন।এছাড়া তিনি শিক্ষার্থীদের গবেষণাধর্মী জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করেন।নৈতিক আদর্শে জীবন গঠনের লক্ষ্যে তিনি শিক্ষার্থীদের শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের প্রকাশনা আলোকধারা বুকস কর্তৃক প্রকাশিত “ছোটদের গল্পে গল্পে গাউসুল আজম মাইজভাণ্ডারী” বইটি প্রদান করেন এবং পাঠ করতে উৎসাহিত করেন।
জ্যোতি ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক শাহরিয়ার ইশতিয়াকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতি ফোরামের সভাপতি জনাব জয়নাল আবেদীন আজাদ তাওরাত।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব মোহাম্মদ ওমর ফারুক,শফিউল আজিম সুমন,মোহাম্মদ আজম ও রাজর্ষী বড়ুয়া এবং নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা,চরিত্র গঠন ও গবেষণামুখী জ্ঞানচর্চার প্রতি উৎসাহিত করেন।
পরিশেষে,জ্যোতি ফোরামের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।