মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে অদ্য ৩০/৮/২৫ ইং শুক্রবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নরসিংদীর সিভিল সার্জন হলরুমে সাংবাদিক আলহাজ্ব মোঃ-মাহবুবুর রহমান এর সভাপতিত্বে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু , বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক। উদ্ভোদক হিসেবে বক্তব্য রাখেন, লায়ন মোঃ নূর ইসলাম, চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল ইসলাম , কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ বি এম সোবহান হাওলাদার, ভাইস চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা । এম কাজল খান ভাইস চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা । মোঃ শরীফুল ইসলাম যুগ্ম মহাসচিব জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক মোঃ মোর্শেদ শাহরিয়ার সাবেক সভাপতি নরসিংদীর প্রেসক্লাব , আর টিভি জেলা প্রতিনিধি নরসিংদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ,মনজিল এ মিল্লাত সম্পাদক আজকের খোঁজ খবর। এডভোকেট মোঃ মনসুর আলী সিকদার,জজ কোর্ট নরসিংদী । মোঃ কামাল হোসেন প্রধান, আহ্বায়ক শিবপুর প্রেসক্লাব। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার বিভিন্ন সাংবাদিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে দিকনির্দেশনা ও সময় উপযোগী মূলক বক্তব্য রাখেন, এবং সত্য সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন। সাংবাদিকতা হলো একটি চ্যালেঞ্জিং পেশা ,প্রতিটি নিউজে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ অধিকতর তদন্ত সাপেক্ষে নিউজ করতে হবে। বর্তমানে দেশে সার্ভিক পরিস্থিতি অনুযায়ী সাংবাদিকদের নিরাপত্তা নেই বললেই চলে। অপরাধীরা কিছু সংখ্যক সাংবাদিকদের ছত্রছায়ায় থাকিয়া তাদের সহযোগিতায় ভুয়া ও জাল সার্টিফিকেট এবং টাকার বিনিময়ে পত্রিকার কার্ড সংগ্রহ করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপরাধ চালিয়ে যাচ্ছে। সে জন্য বর্তমানের সাংবাদিকদের সূত্র সাংবাদিকরাই। সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা অতি জরুরী। অনুষ্ঠান শুরুতেই নরসিংদী প্রেসক্লাব সদস্য নিহত শফিক সহ জেলার সকল নিহত সংবাদ কর্মীদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়।