1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত!  ফেনীজেলা সমিতি চট্টগ্রামের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। ভিপি নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান-গোলাম রাব্বানী! নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত। জ্যোতি ফোরামের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠিত। রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা বিজ্ঞপ্তিতে যা জানাল সেনাবাহিনী। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় ফখরুল ইসলাম সুমনকে উজিরপুর প্রতিনিধি নিয়োগ প্রদান ।  হবিগঞ্জে বিএনপির কাউন্সিল দলীয় কোন্দলের কারণে স্থগিত!  সাতছড়ি জাতীয় উদ্যানের নিরাপত্তায় পুলিশ ফাঁড়ি দাবি। সিলেটে পাথর কোয়ারী বন্ধে কর্মহীন লাখো শ্রমিক|

ভিপি নুরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান-গোলাম রাব্বানী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি গোলাম রাব্বানী ।

শনিবার (৩০ আগস্ট২৫) ইং এক বিবৃতিতে এই নিন্দা ও আহ্বান জানান।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি তিনি বলেছেন, নুরুল হক নুর জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা এবং ফ্যাসিবাদ পতন আন্দোলনের ঘোষক।

আওয়ামী সরকার পতনের দারপ্রান্তে তখন কারাবন্দী অবস্থায় তার সেই দীপ্ত ঘোষণা, ‘আর মাত্র ১০% ধাক্কা দরকার, তারপর শেষ।

প্রশাসন ইতোমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে।’ ছাত্র-জনতাকে সরকার পতন আন্দোলনে অনুপ্রাণিত করেছিল।

গোলাম রাব্বানী বলেন, নুরুল হক নুর এই দেশে ভেসে আসেনি।

তিনি গণমানুষের পক্ষে কথা বলে বারবার রাজপথে রক্তাক্ত হয়েছেন।

জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

ফ্যাসিবাদ মুক্ত দেশে তার উপরে ঠাণ্ডা মাথায় যেভাবে হামলা করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

এই হামলা প্রমাণ করে দেশে আবারও স্বৈরতন্ত্র কায়েমের পায়তারা চলছে।

তিনি সরকারের উদ্দেশে বলেন, নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে।

ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করি।

ভিপি নুরের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

অন্যথায় দেশ গভীর সংকটে পতিত হবে বলে জানান নবীগঞ্জ বাহুবল আসনের সাংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট