মারুফ আহমদ
স্টাফ রিপোর্টার দৈনিক খবরের কণ্ঠ পত্রিকা।
গোয়াইনঘাট, সিলেট।
রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে পুকুরে ভেসে ওঠা মাছ দেখে টের পান যুবদল নেতা হেলাল উদ্দিন। এতে খামারের রুই মাছ সহ সব মাছ মারা যায়।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার দুই নং পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামে হেলাল উদ্দিন নামের ঐ ব্যক্তি নিজের পুকুরে দীর্ঘদিন থেকে মাছ চাষাবাদ করে আসছিলেন, স্থানীয়রা বলছেন, কেউ হয়তো বা পূর্ব শত্রুতার জেরে এই ক্ষতি করেছে।
যুবদল নেতা হেলাল উদ্দিন জানান, উনার কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, উনি আরো বলেন প্রশাসন যাতে দ্রুত তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেয়, এবং ক্ষতিপূরণ দাবি করেন।