ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সাহারুল ইসলাম
জেলা পরিষদের অর্থায়নে দিনাজপুরের ঘোড়াঘাটে জ্ঞান বিকাশ নামের একটি পাঠাগারের উদ্বোধন করা হয়। বিকেলে ৩ টাই ঘোড়াঘাট পৌরসভার জমিলাপুর নামক স্থানে পাঠাগার চত্তরে উদ্বোধন অনুষ্ঠানে শাকিল আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর প্রশাসক দেলজার হোসেন বিলু, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, কবি ও লেখক আব্দুল হাদী, এনসিপি ঘোড়াঘাট সমন্বয়ক আব্দুল মান্নান সরকার। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ফিরোজ, কবি মাসুদ রানা, কবি ইমদাদুল হক, কবি মোকছেদ আলী, প্রভাষক মাসুম আলী শাহ, শিক্ষক হাদিউর রহমান ও আনোয়ার হোসেন ডাবলু। পাঠাগার উদ্বোধন করাকালে ইউ,এন,ও রফিকুল ইসলাম বলেন, পাটাগারে প্রতিদিন ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেনীর মানুষ জন এসে বই থেকে সংগৃহিত জ্ঞান সমাজের মানুষের কল্যানে ব্যবহার করতে হবে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পাঠাগারের জন্য বই দেওয়ার প্রতিশ্রুিতি দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেদী হাসান।২-৯-২৫