বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পাংশা রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বাদ্যযন্ত্রের তালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সহোদর, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক এম এ জিন্নাহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন, যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের দিকে নজর দিয়ে বলেন, একটি পক্ষ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের মনোনীত “ধানের শীষ” প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।
এ/এস/ ৪ সেপ্টেম্বর ২০২৫