দিনাজপুর জেলা প্রতিনিধি সাহারুল ইসলাম
জমিতে কীট নাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওয়ারেশ আলী (৫৫) নামের এক কৃষক। নিহত কৃষকের বাড়ী ঘোড়াঘাট উপজেলার পালশা ইউপির ভাতশালা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। স্থানীয় ও তার পারিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি বাড়ী থেকে আধা কিলোমিটার দুরে ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে যান। কিন্তু সন্ধা অতিবাহিত হওয়ার পরেও সে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধা ৭টার দিকে স্থানীয়দের সহায়তার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই বাবলু মিয়া জানান, আমার বড় ভাই প্রচন্ড রোদে ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়েছিলেন, হয়ত হিট স্ট্রোকে তিনি মারা যেতে পারেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। তিনি বলেন প্রচন্ড রোদে কাজ করার সময় তিনি দুপুর থেকে সন্ধার মধ্যে যে কোন সময় হিট স্ট্রোক করে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করেছে।
৫-৯-২৫