1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :

হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যাকাণ্ডের পলাতক আসামী গ্রেফতার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক-

হবিগঞ্জের বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার পর থেকে ১৯ জুলাই দুপুর পর্যন্ত কোনো এক সময়ে রঙিলা মিয়াকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিল এলাকায় ফেলে রাখা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‌্যাব-৯ আসামীদের গ্রেফতারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামী বানিয়াচং উপজেলার
নোয়াপাথারিয়া গ্রামের মৃত আলী ছেলে খেলন মিয়াকে (৩৫), গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট