লুৎফর সিকদার-জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা দল ৩-১ গোলে টুঙ্গিপাড়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই দলের মধ্যে শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণ চলে। শেষ পর্যন্ত সদর উপজেলা দল জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। চ্যাম্পিয়ন দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলি শবনম। উল্লেখ্য, এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা এবং তিনটি পৌরসভার মোট ৮টি দল অংশগ্রহণ করে।