1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

পানছড়তে ভারি বর্ষনে সাংবাদিকের ১১ পুকুর ক্ষতিগ্রস্ত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পার্বত্য জেলা খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় ভারি বর্ষণে সাংবাদিকের ১১ পুকুরের বাঁধ ভেঙ্গে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের ভারি বর্ষনের ফলে পুকুরের বাধ ভেঙে গেছে ।

জানাযায়, সাংবাদিক আনোয়ার হোসেন১০ একর ভুমিতে ১১টি পুকুর ভিবিন্ন মেয়াদে লিজ নিয়ে মাছ ও পোঁনা মাছ চাষ করছে। এর মধ্যে ৬টি পুকুরে প্রায় ১০ টন বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় পোনা মাছ এবং ৪টি পুকুরে ৩৫ হাজার পাঙ্গাস ও ১ লক্ষ মনোসেক্স তেলাপিয়া মাছ সংরক্ষণ করা ছিলো।

কিন্তু গতকাল শনিবার রাঁতে ভারি বর্ষণে পুকুরের পানি বৃদ্ধির কারনে বাঁধ ভেঙ্গে যায়।
এতে ১০টন বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় পোনা ও ৩৫ হাজার পাঙ্গাস এবং ১লক্ষ মনোসেক্স তেলাপিয়া ,পুকুরের বাধ ভেঙ্গে ভেসে যায়। যা মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

মোঃ আনোয়ার হোসেন বলেন, ১১ টি পুকুরে বাঁধ ভেঙ্গে গিয়ে সকল মাছ ও পোঁনা ভেসে গেছে এতে আমার ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা বলেন, মোঃ আনোয়ার হোসেনের ১১টি জলাশয়ের বাঁধ ভেঙে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও পানছড়ি উপজেলায় আরো ১৯ টি জলাশয়ের বাঁধ ভেঙে গেছে, তার মধ্যে ১৫টি জলাশয় এর সকল মাস চলে গেছে, অনুমান করা হচ্ছে এতে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট