মোঃহেলাল উদ্দিন,পানছড়ি,
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সীমান্তবর্তী গিলাতলী এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাহির মুখে মালামাল আটক করা হয়।
৭ সেপ্টেম্বর ২০২৫ ইং রবিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময
গিলাতল বিওপির টহল কমান্ডার জেসিও নাঃসুবেঃ মোঃ আইউবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যান্তরে বাহির মুখি নিমোক্ত মালামাল আটক করেন।সিস্টেম প্লাস ২০ বোতল ( ১ লিটার) x৬৫০ টাকা= ১৩,০০০ টাকা,সিস্টেম প্লাস ০১ জারিজেন (২০ লিটার)=০১ টি x১৩,০০০ টাকা=১৩,০০০ টাকা,
হক শাহাজাদি জর্দা ২০ প্যাকেট x৬০ টাকা=১,২০০ টাকা,knapshack স্প্রে মেশিন ০১ টি x৫,০০০ টাকা=৫,০০০ টাকা,রশুন ০১ বস্তা (২০ কেজি) x১৮০ টাকা=৩,৬০০ টাকা,জামা ০৩ টি x১৫০ টাকা= ৪৫০ টাকা,
চেপা শুটকি ১১ কেজি x১,০০০ টাকা =১১,০০০ টাকা,জুতা ০৪ জোড়া x১৫০ টাকা=৬০০ টাকা,প্রাণ লাচ্চি ১২ পিচ x১০ =১২০ টাকা,রাইচ ১০ ইসি (১০০ মিঃলিঃ) ০১ টি x১৪৫ টাকা =১৪৫ টাকা,প্রবিন ভেট (১০০ মিঃলিঃ) ০১ টি x৫০ টাকা =৫০ টাকা,এ্যাবাটিন( ৫০ মিঃলিঃ) ০২ টি x ৮২ টাকা=১৬৪ টাকা,প্রমি ইনস্টেন্ট ট্রি ( ৬০০গ্রাম) ০১ টি x৩০০ টাকা = ৩০০ টাকা,
সর্বোমোটঃ ৪৮,৬২৯ টাকা। মালামাল আটক করা হয়।