বিশেষ প্রতিনিধি
অদ্য ১৯/০৯/২০২৫ইং রোজ শুক্রবার বেলা ৪:০০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন কোরবানিগঞ্জ মগবুল সওদাগরের বাড়ির সামনে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কোতোয়ালী থানা শাখা গঠন কল্পে সংগঠক মোহাম্মদ মহিউদ্দিন মুন্নার সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সংগঠক মোহাম্মদ শওকত খান, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ সাইফুল ইসলাম, সৈয়দ আবদুল কাদের,বাকলিয়া থানা শাখার সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন জসিম। আলোকিত পাঠ্যশলা স্কুল এর শিক্ষিকা বিলকিস বেগম, রশমী দত্ত, মোহাম্মদ নাদের উদ্দিন, মোহাম্মদ
সেলিম প্রমুখ।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তে মোহাম্মদ মহিউদ্দিন মুন্নাকে আহ্বায়ক, নোমান কাউসারকে সদস্য সচিব, মোহাম্মদ আনোয়ার আলী ফয়সাল, ইয়াসিন মিয়া ইবলু, ছেনোয়ারা বেগম, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ হাসানকে সদস্য মনোনীত করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি আগামী ৩০ সেপ্টেম্বর এর মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাফর হায়দার বলেন, “সমাজে সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীদের ভূমিকা অপরিসীম। সততা ও দক্ষতার সহিত মানবিক কাজে মানুষের পাশে দাঁড়াতে হবে।”