1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আদালতের রায় উপেক্ষারে ৯টি জলাশয় লিজ এলাকাবাসীর বিক্ষোভ মাধবপুরে বালু উত্তোলন প্রশাসনের অভিযানে ১জনের কারাদণ্ড ট্রাক্টর জব্দ। পানছড়িতে অনির্বাণ সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। অথেন্টিক ফাউন্ডেশন ট্যালেন্ট এক্সামের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।  কমিউনিটি মেডিকেল অফিসারের অবসার জনিত বিদায় সংবর্ধনা প্রদান।  বিজিবির অভিযানে অবৈধ কাট আটক হবিগঞ্জে টাইফয়েড ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত৷ হবিগঞ্জ শহরে চাঁদাবাজির অভিযোগে ২ যুবক আটক। আলোর পথ সামাজিক সংগঠনের উদ্যোগে বন্যা কবলিতদের খাদ্য সামগ্রী প্রদান।  মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

আদালতের রায় উপেক্ষারে ৯টি জলাশয় লিজ এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জে আদালতের রায় উপেক্ষা করে ৯টি উন্মুক্ত জলাশয় খাস-কালেকশনের মাধ্যমে লিজ দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রাম থেকে প্রায় পাঁচ শতাধিক লোক উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে এ বিক্ষোভ করেন। পরে তারা বিষয়টি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনকে অবগত করেন।

এলাকাবাসীর দাবি, যুগ যুগ ধরে জোক্কা বিল, তাজুয়া বিল, চকচকিয়া বিল, রাঙামাটিয়া বিল, ফাতেহা বিলসহ নয়টি জলাশয় তারা উন্মুক্তভাবে ব্যবহার করে আসছিলেন। বর্ষাকালে মাছ ধরা এবং শুকনো মৌসুমে গরুকে গোসল করানো থেকে শুরু করে বোরো জমিতে সেচের পানি দেওয়াই ছিল তাদের জীবিকার অংশ।

তবে ২০১৭ সালে স্থানীয় কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা খাস-কালেকশনের মাধ্যমে এসব জলাশয় লিজ নেওয়ার চেষ্টা চালালে এলাকাবাসী আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৮ সালের সেপ্টেম্বরের শেষের দিকে নেত্রকোনা সহকারী জজ আদালত রায়ে জনস্বার্থে জলাশয়গুলো উন্মুক্ত ঘোষণা করেন।

কিন্তু সম্প্রতি ইউনিয়ন বিএনপি সভাপতি আঙ্গুর মিয়া ও স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য আশরাফুল চৌধুরী সোহেল, সেলিম খান ও রুহুল আমিন আদালতের রায় অমান্য করে তথ্য গোপনপূর্বক জলাশয়গুলো দখলে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

বরান্তর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া চৌধুরী ও পল্টন মিয়া চৌধুরী বলেন,
“বাপ-দাদার আমল থেকেই আমরা এসব জলাশয় ব্যবহার করে আসছি। অথচ কিছু বিএনপি নেতা গ্রামবাসীর স্বার্থকে উপেক্ষা করে এগুলো দখলে নিয়েছেন। এটি শুধু দুঃখজনক নয়, রাজনৈতিকভাবেও বিরূপ প্রভাব ফেলবে।

এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন জানান,
“আদালতের আদেশটি আমাদের হাতে এসেছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপি সভাপতি আঙ্গুর মিয়া বলেন,
“আমি কোনো লিজের সঙ্গে জড়িত নই। বরং স্থানীয় কয়েকজন নেতা খাস-কালেকশনের মাধ্যমে জলাশয় নেওয়ার পর আমি এর বিরোধিতা করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট