
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
৫ নভেন্বর বুধবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাতপাড় গ্রামের মিরাজ মোল্লার মাছের ঘের হতে
অজ্ঞাত দুস্ককৃতকারী বিষ প্রয়োগ
করে মাছ চুরি করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ ভোর বেলায় ঘের পাড় মাছ ধরার জন্য গেলে, মাধায় হাত দিয়ে বসে কান্না জড়িত কন্ঠে
বলেন, আমি নিঃশ্বেস হয়ে গেলাম। অনেক কষ্ট করে
মাছের চাষ করেছি, এখন কিভাবে দায়-দেনা পরিশোধ করব, কিছুই বুঝতে পারছি না।
ঘের ব্যবসায়ী পরিমল কর্মকার
বলেন, একদল সংঘবদ্ধ চক্র
পরিকল্পনা করে এই ঘটনা ঘটাতে পারে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।