
অনিক পাঠান,
ক্রাইম রিপোর্টার, হবিগঞ্জ।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দাদিল গ্রামে আত্মহত্যার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯ টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ঘিলাতলী গ্রামের বাসিন্দা দুধ মিয়া সুন্দাদিল গ্রামে তার মামাত ভাই আব্দুল হকের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় পায়।
ঘটনার বিষয়ে মাধবপুর থানার ওসি মহোদয়ের মাধ্যমে সরেজমিনে পারিবারিক সূত্রে জানা গেছে, দুধ মিয়া অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে মেয়ে ও আত্মীয়-স্বজনদের কারণে তিনি এতদিন তা করতে পারেননি। অবশেষে শুক্রবার সকালে তিনি নিজের জীবন নিজেই শেষ করেন।
এছাড়াও জানা গেছে, দুধ মিয়ার এক ভাই এবং এক বোনও অতীতে আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।