1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলার নতুন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। মাধবপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা প্রদান। কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক কালো মেঘ এখনো কাটেনি, অনেক ষড়যন্ত্র রয়েছে- বাবর বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের নির্মাণকাজের উদ্বোধন ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন ডঃ এজেড এম জাহিদ হোসেন। নবীগঞ্জে জুমার নামাজে ছু’রিকাঘাতে হত্যার মুলহোতা রোসেল মিয়া র‍্যাবের অভিযানে গ্রেফতার। মুকসুদপুরে ১৯মাসের শিশুকে অপহরণের এক দিন পরে উদ্ধার। জাতীয় বিপ্লব,ও,সংহতি দিবসের,৫০বছর,উদযাপন, নবীগঞ্জে জুমার নামাজের সময় ছু’রিকাঘাতে মুসল্লী খুন

ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন ডঃ এজেড এম জাহিদ হোসেন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) জেলা প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন। ছবিঃ দৈনিক খবরের কন্ঠ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ বলবে,অমুক জায়গায় একটা সিল দিলে আপনি স্বর্গে বা নরকে যেতে পারবেন। এই সমস্ত কথা কেউ কেউ তালিমে তালিমে বলার চেষ্টা করছে। আচ্ছা রে ভাই, আমরা যারা মুসলমান, আপনি বলেন তো, হাশরের দিন সবাই তো ‘এনাফসি এনাফসি’ করে দৌড় মারবে। ছেলে তার বাপ-মায়ের কথা ভুলে যাবে। বাপ তার ছেলে-মেয়ের কথা ভুলে যাবে। স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে। স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। ঐদিন যার যার আমলনামাটা হাতে নিয়ে খালি দৌড়াতে থাকবে। কারণ, ঐদিন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা। এই হিসাবটাই আল্লাহ তা’আলা নিবে।
কাজেই পৃথিবীতে যারা এ সমস্ত কথা বলে নিজেদেরকে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, তাদের ব্যাপারে সাবধান থাকা উচিত।
রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি না করাটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টি আপনারা মা-বোনেরা এবং সরলপ্রাণ আমার ভাইয়েরা, আপনারা খেয়াল রাখবেন। একমাত্র আপনার আমার আমল বলে দিবে, আমার কর্ম বলে দিবে আমার অবস্থান কী হবে। অন্য কোনো কিছুই আপনি চাইলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না যদি আমার কর্ম সঠিক না থাকে।
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সুধী সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবি, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে শনিবার সকাল ১১ টায় পৌরসভার ওসমানপুর বর্ণমালা বিদ্যালয় মাঠে ওঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওঠান বৈঠকে ঘোড়াঘাট পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকারসহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ঘোড়াঘাট দক্ষিণ নয়াপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠকে যোগদান করেন ডঃ এজেডএম জাহিদ হোসেন। ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ আবুল জামাল হোসেন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। জনাব মোঃ আজিজুর রহমান দিপ্তী মোঃ ইমরান মিয়া জানাব মোঃ মজিবুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মের।
০৮-১১-২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট