
মীর দুলাল।।
হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অক্টোবর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ রবিবার (৯ নভেম্বর ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মহোদয়। এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন সার্কেলের অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত পরিদর্শক (আইও) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মহোদয় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।