
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলার স্কুল মাদরাসার প্রধান গনের উপস্থিতিতে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও প্রতিষ্ঠানটির মডেল রুপায়নে দিনব্যাপী কর্মশালা পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২নভেম্বর (বুধবার) সকাল ১০টায় অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালা পরিকল্পনা অনুষ্ঠানটি লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুলাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে.।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এসময়ে বিদ্যালয়ের সমাবেশে জাতীয় সংগীত,কোরআন তেলাওয়াত, গিতাপাঠ ও ত্রিপিটক পাঠ এবং শপথ বাক্য পাঠ, ক্লাসরুম,পাঠদান,শৃঙ্খলা পরিদর্শন শেষে সবাই সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলার সকল স্কুল-মাদরাসার প্রধানদের সর্বসম্মতিক্রমে বিদ্যালয়কে উপজেলার মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
এসময়ে উপস্থিত ছিলেন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ ফারুক হোসেন, যুক্তিখোলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, হরিশ্চর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন,দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তফাজ্জল হোসেন মজুমদার, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির আহমদ সহ উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার প্রধান গন।
বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা করায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খিসা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ সহ শিক্ষক-শিক্ষিকা,ছাত্রী অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন।
দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া জাহান স্বর্না বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা করায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৭৪ সালে মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর প্রতিষ্ঠিত দঃ কুমিল্লার শ্রেষ্ট নারী শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকে নারী শিক্ষায় আগ্রণী ভূমিকা পালন করে আসছে, যেখানে রয়েছে বিজ্ঞান ক্লাব,লাইব্রেরী,গার্লস গাইড,কিশোরী ক্লাব ,কম্পিউটার ল্যাব,ক্ষুদে ডাক্তার ও ক্ষুদে বিজ্ঞানী, বিতর্ক টিম,ফুটবল টিম,কাবাডি টিম, ক্রিকেট টিম, ভলিবল টিম, ব্যাটমিন্টন টিম,দাবা টিম,কমন রুম,ভেন্ডিম মেশিন এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের সামনে দৃশ্যমান সুপেয় পানির ফিল্টার সহ অসংখ্য সুযোগ সুবিধা।