
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে পুলিশের অভিযানে অবৈধ পথে পাচারে কালে ভারতীয় জর্জেট শাড়ীসহ ০৩ জন কে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ১নভেম্বর) ভোর রাতে
রাত্রিকালীন ডিউটির সময় পুলিশের অভিযানে ভারতীয় পন্য সামগ্রিই আটক করা হয়।
পুলিশের সুত্রে যানা যায়
সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটি করাকালে বাহুবল ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর (বাগানবাড়ী) স্টার ব্রিক ফিল্ড এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে ০১টি ডিআই পিকআপ গাড়ীর পিছনে ০৬টি সাদা প্লাস্টিকের বস্তায় সর্বমোট ২৫৫ পিস ভারতীয় বিভিন্ন রংয়ের ভারতীয় জর্জেট শাড়িসহ ০৩জন আসামী গ্রেফতার করা হয়।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান ভারতীয় পন্য সামগ্রিই আটকের বিষয় টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উক্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।