
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ -০২ আসনে বিএনপি’র প্রাথমিক মনোনয়ন পাওয়া ডা: কে এম বাবরকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। ইতোমধ্যে, এই বিতর্কটি প্রকাশ্যে
প্রতিবাদ কর্মসূচিতে রুপ নিতে শুরু করেছে। বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ডা ঃ
কে এম বাবর তার নিজস্ব স্টাইলে নির্বাচনী এলাকায় জনসংযোগ এবং সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার প্রতি পক্ষ হিসেবে মাঠে নেমেছেন বিএনপি’র জেলা কমিটির সাবেক তিনবারের সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ। গোপালগঞ্জ -২ আসনের বিএনপি’র হয়ে তিনবার নির্বাচনে
অংশগ্রহণ কারী সিরাজুল ইসলাম সিরাজ সরাসরি মাঠে নেমেছেন। তিঁনি তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগ করেছেন। তার মোটর শোভা যাত্রাটি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ও ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরের প্রেস ক্লাবের
সামনে শেষ হয়। জনসংযোগ কালে তিনি বিএনপির লিফলেট বিতরণ করেন।