1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ -০২ আসনে বিএনপি’র মনোনয়ন চ্যালেঞ্জের মুখে। বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল গোয়াইনঘাটের বীর মঙ্গল শাপলা বিল প্রকৃতির নতুন স্বর্গে পর্যটকদের বাড়ছে আকর্ষণ গোয়াইনঘাটের আব্দুর রউফ কাজলের সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার। বাগেরহাটে বাউল শিল্পি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে মিলল উত্তরপত্র, তদন্ত কমিটি গঠন বাগেরহাটে ডিপোতে বড় ধরনের চুরি পানছড়িতে ইফার শিক্ষক যাচাই বাচাই সম্পন্ন কোটালীপাড়ায় প্রানীসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান । মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক

বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়, কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, সরদার লিয়াকত আলীসহ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, সৈরাচার শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারপরও দেশ ও দেশের মানুষের জন্য তিনি গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করে গেছেন। আজকে তিনি অসুস্থ্য হয়ে হাসপাতালে রয়েছেন। আমরা তার সুস্থ্যতা কামনা করছি।

এদিকে এদিন জুমআর নামাজের পরে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জুমআর নামাজের পরে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম। এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের বাড়িতে বিশেষ ও দোয়া মোনাজাত হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায়। সেখানে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট