1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জর লাখাই সড়কে ট্রাক্টর-টমটম মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত  ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য টুঙ্গিপাড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর। এইডস ঝুকিতে দৌলতদিয়ার আড়াই হাজার যৌনকর্মী। ফটিকছড়িতে ৯টি অ-বৈধ ইটভাটা গু-ড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জে নারী উদ্যোক্তা মেলায় সংঘর্ষ, অর্ধশতাধিক আহত।  পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা খানপুর মানব কল্যাণ পরিষদ ও ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত। সুন্দরগঞ্জে নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  কোটালীপাড়ায় রাস্তা নির্মাণে বাঁধা ।

হবিগঞ্জর লাখাই সড়কে ট্রাক্টর-টমটম মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ধানবোঝাই একটি ট্রাক্টর ট্রলি ও টমটমের মুখোমুখি সংঘর্ষ নিখিল দাস (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাখাই উপজেলার মনতৈল ও কামরাপুরের মাঝামাঝি রাস্তায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত নিখিল দাস ছাড়াও আহত হয়েছেন—তার স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০) এবং উদয় ঘোষ (১৬)। নিহত ও আহত সবাই লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের দাসপাড়ার বাসিন্দা বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ধানবোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল (রং) সাইডে গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাক্টরের সামনের চাকা খুলে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নিখিল দাস মারা যান। এরপর সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানগুলো নিরাপদে সরিয়ে নেয়।

ঘটনার বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উভয় গাড়ি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট