
এম এ আকবর বিশেষ প্রতিনিধি
মানবতার চেতনায় উজ্জীবিত বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত “অথেন্টিক ফাউন্ডেশন ” এর শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর ( এইচএসসি ২০২৭ ব্যাচ) শিক্ষার্থীদের জন্য
আয়োজিত “শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৫” আজ ৬ ডিসেম্বর ২০২৫ইং, শনিবার সকাল ১০:০০ ঘটিকায় ‘ফটিকছড়ি সরকারি কলেজ’ এ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্যয়নরত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সর্বমোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অথেন্টিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত, ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এন.এম. রহমত উল্লাহ, নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাশ স্যার, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ল্যান্স কর্পোরাল মোহাম্মদ মোকতার হোসেন, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক সায়মা সুলতানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার ইশতিয়াক।
পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি বিষয়ক একটি দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,সাবেক কৃতী শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে ও সার্বিক দিকনির্দেশনায় শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পদ্ধতি এবং উচ্চ-মাধ্যমিকের সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সমন্বয়ের গুরুত্ব ও কৌশল সম্পর্কে সম্যক অবগত হন।
পরিশেষে, লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে ‘ক্যাশ প্রাইজ’ এবং আরও ১০ জন শিক্ষার্থীকে অথেন্টিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ‘বই’ উপহার দেয়া হয়।
উল্লেখ্য, অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে তিন বিভাগ(বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ) হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের বেতন, বই-পত্র, ইত্যাদির খরচ “অথেন্টিক ফাউন্ডেশন” বহন করবে এবং তাঁরা সম্পূর্ণ বিনা খরচে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করার সুযোগ পাবেন।