
মোহাম্মদ নাজির খান,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জ জেলায় ,নন্দীপাড়া বিদ্যানিকেতন স্কুল মাঠে, নারায়ণগঞ্জ ৫ আসনের, সংসদ সদস্য, প্রার্থীদের সাথে, জনগণ ও সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত হন,
বিএনপি’র মনোনীত প্রার্থী, আলহাজ্ব,মাসুদুজ্জামান মাসুদ,
জামাত ইসলামের মনোনীত প্রার্থী, মোহাম্মদ জাব্বার, ও এন,সিপি ,মনোনীত প্রার্থী মোঃ আল আমিন,
সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে মাসতুজ্জামান মাসুদ কে জানান, আগামী নির্বাচনে আপনি বিজয়ী হলে মাদক ও চাঁদাবাজের ভূমিকা কি রাখবেন,
তিনি জানান আমার কোন চাঁদাবাজি দল নেই আমার কোন মাদকের দল নেই আমি নতুন প্রার্থী তাই আমি প্রথমেই মাদককে নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা করব।
জামাত ইসলামের জব্বার মহোদয় কে জানতে চাইলে, তিনি জানান তাহার দল পূর্বেও সংসদ সদস্য হিসেবে কাজ করে আসছিলেন তাদের কোন দুর্নীতি বা কোন মাদকের সাথে কোন কর্মী তাদের এ পর্যন্ত পাওয়া যায়নি,
এনসিপির প্রতিনিধি মোঃ আল আমিন জানান আগামী নতুন জেনারেশনকে আমরা মাদক মুক্ত এবং চাঁদা মুক্ত দেশ গড়ার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাব,
দর্শকদের মধ্যে মোঃ হুমায়ুন কবি র জানান, আমরা আইনি লোক আমরা আগামী সরকারের কাছে আসার প্রকাশ করব আইন যেন কোন বাধাগ্রস্ত না হয় সে ব্যবস্থা আজানের জন্য। মাসুদুজ্জামান মাসুদ প্রশ্নোত্তর পরে, এলাকায় বাসিদের নিয়ে, ৩১ দফা বাস্তবায়নের, লিফলেট বিতরণ করেন বিভিন্ন এলাকা।