
এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
দেশের সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের হুমকি, ধমকি ও হয়রানির মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে এলজিডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম প্রকাশের পর সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি এবং ষড়যন্ত্রমূলকভাবে কাজের বাধা দেওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে।
সংবাদকর্মীরা জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং দুর্নীতিমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণকে জানাতে সচেষ্ট থাকলেও, প্রভাবশালী গোষ্ঠীর পক্ষ থেকে তারা নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন। কখনো হুমকি বা ধমকি, আবার কখনো অপপ্রচারের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত কাজকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।
তবুও, সাংবাদিকরা কারো কাছে মাথা নত করেন না। তারা সততা, পেশাদারিত্ব এবং স্বাধীনতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। এটি শুধু সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয় নয়, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার জন্যও অপরিহার্য।
গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা বলছে, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আইনি প্রক্রিয়া, সামাজিক সচেতনতা ও সংবিধান অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করলে সাংবাদিকরা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারবে এবং গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।