
মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি
রাজশাহী তানোরে মাটের প্রায় ৩০ ফিট নিচে ২ বছরের শিশুর জীবন মরণ যুদ্ধ। উদ্ধারের অভিযান চলমান রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউপির কোয়েলহাট উত্তর পাড়ায় সম্প্রতি কিছুদিন আগে গভীর নলকূপের জন্য ফসিল মাটিতে বরিং করা হয়। তবে সেখানে পানির লেয়ার না পেয়ে সেই বরিং এর গর্ত টি আবার মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়।তবে কিছু দিন আগে অনাকাঙ্ক্ষিত বন্যার পানিতে সেই বরিং এর মাটি প্রায় ৩০ ফিট তলে যায় আর সেই গর্ততের পাশেয় খেলাধুলা করছিলেন রাকিবের ২ বছরের শিশু সাজিদ খেলাধুলার একসময় সেই বরিং করা গর্ততেয় পড়ে যান সেই শিশুটি।
তৎক্ষণিক তানোর ফায়ার সার্ভিসের খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন এবং শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন পাশাপাশি শিশুটিকে বাঁচানোর জন্য অক্সিজেন সরবরাহ করেন।
এবং মাটি সরানোর জন্য ডেজার মেশিন ঘটনাস্থলে নিয়ে আশার ব্যবস্থা করেন। আংশিক রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।