1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদীর উপর গুলির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল। মহালছড়ি মধ্য আদম গ্রামের ২য় বারের মত দিনব্যাপি মহাসংঘদান অনুষ্ঠিত রাজশাহীতে মাদক বিরোধী সংগঠনের প্রচার সম্পাদকের উপর পরিকল্পিত হামলা গোয়াইনঘাটে খালেদা জিয়ার আরোগ্য ও দিলদার হোসেন সেলিমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। নবীগঞ্জে পাহাড় কাটার অভিযোগে প্রশাসনের অভিযান। ফটিকছড়িতে ৩ অদম্য নারী পেলেন সম্মাননা- পানছড়িতে আভ্যন্তরীন আমন চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ৩০ ঘন্টা ধরে চলছে উদ্ধার অভিযান তানোরে ৪২ ফিট গর্তেও মেলেনি শিশু সাজিদের সন্ধ্যান গোয়াইনঘাটের লেঙ্গুড়ায় ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ! ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাফত মজলিসের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মহালছড়ি মধ্য আদম গ্রামের ২য় বারের মত দিনব্যাপি মহাসংঘদান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

উত্তম চাকমা মহালছড়ি(খাগড়াছড়ি)ঃ

অর্ধশতাধিক ভিক্ষু সংঘ ও হাজারো পুর্ণার্থী মধ্য আদম গ্রামের উদ্যোগে এর, খাগড়াছড়ির মহালছড়ির মধ্য আদম গ্রামের ২য় বারের মত দিনব্যাপি মহাসংঘদান পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ই ডিসেম্বর (শুক্রবার) গাইন্দ্যাছড়ি এলাকায় মধ্য আদম গ্রামের উদ্যেগ্যের তথা দেব -মানব, বিশ্বের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা মহতি পূণ্যানুষ্ঠানে মিলনপুর বনবিহারে অধ্যাক্ষ শ্রদ্ধেয় শ্রদ্ধাতিষ্য ভিক্ষুর মঞ্চের আগমনে মহাসংঘদান পূণ্যনুষ্ঠান শুরু হয়।এতে ত্রিশরন ও পঞ্চশীল প্রার্থনা ছিলেন সুপ্রকাশ চাকমা এবং এতে দায়ক – দায়িকা পঞ্চশীলের প্রতিষ্ঠিত হয়ে বিশুদ্ধ ভিক্ষু- সংঘকে অষ্ট- পরিষ্কার দান, মহাসংঘদান, হাজার প্রদীপ দান, কল্পতরু দান,পিন্ডুদানসহ নানাবিধ পানীয়দান করা হয়।

বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুরা বলেন মহাসংঘ দানের ফলে অসীম পুণ্য,ধনশালী, নির্বাণ লাভ, জগতের মঙ্গল, মানসিক শান্তি এবং পুণ্য লাভ হয়,জন্ম-জন্মান্তর,ধনশালী এটি নির্বাণ লাভের একটি গুরুত্বপূর্ণ পথ বলে আখ্যয়িত করা হয় এবং এই দানের ফলে ইহকাল ও পরকালের কল্যাণ সাধিত হয়, সাধারণ দানের চেয়েও ফলপ্রসূ এবং বিশ্বের সকল প্রাণীর সুখী হয়। দান ক্ষেত্রে ও যে জিনিস গুলো অসুস্থ মানুষ,পশু, পাখী এবং অসুস্থ ভিক্ষু সংঘকে সুশ্রষা ও চিকিৎসা দেওয়া ক্ষুধার্থ মানুষ ,পশু, পাখী এবং গৃহহীন মানুষকে আবাস (ঘর)দান করলে।তথা দেব -মানব, বিশ্বের সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা ও এলাকায়,সুখ – শান্তি, সমৃদ্ধি উন্নতি,শ্রীবৃদ্ধি কল্পে,সার্বিক কল্যানে সকল প্রকার মারের অন্তরায় – উপদ্রব হতে পরিত্রাণ লাভের করে।

 

পূর্ণানুষ্ঠানে হিতোসি চাকমা ও ভুমিকা চাকমা সঞ্চালনায়, ধর্মী সংগীত পরিবেশন করেন,
শিল্পী রুবেল চাকমা, উপস্থিত ছিলেন বিভিন্ন বিহার থেকে ভিক্ষুসংঘ ধর্মদেশনা প্রদান করেন,শ্রদ্ধেয় সুমন মহাথের ও শ্রদ্ধেয় সত্যপ্রেম মহাথের রাজবন বিহার রাঙ্গামাটি , শ্রদ্ধেয় শ্রাদ্ধাতিষ্য মহাস্হাবির মিলনপুর বনবিহার,শ্রদ্ধেয় বিমলানন্দ মহাস্থবির ইটছড়ি বনবিহার, মহামিত্র মহাথেরো ধর্মচক্র অরন্য কুঠির রামগর, শ্রদ্ধেয় করুনানন্দ মহাস্হবির মংখলা পুর্বারাম বন বিহার, শ্রদ্ধেয় প্রজ্ঞারত্ন মহাথেরো মহেশখালী শীল রক্ষিত প্রজ্ঞা বিমুক্তি বনবিহার এবং দেব-মানব তথা পৃথিবীর সকল প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা মধ্য আদম এলাকায় হাজারো পূর্ণার্থী সমবেদ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট