1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
তানোর অসহায় বয়োবৃদ্ধ ঘরবাড়ি গরু ছাগল পুড় ছাই নারায়ণগঞ্জের ৫ আসনের বিএনপি’র প্রার্থী পুনরায় নির্বাচনে ঘোষণার প্রেক্ষিতে আলোচনা সভা, গোপালগঞ্জে সুশাসনের জন্য নাগরিক সুজনের মুক্ত আলোচনা। রাজধানীতে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার মোহনপুরে ভ্যেকু চাপা দিয়ে জমির মালিক কে হ’ত্যা… স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট, হস্তান্তর করেন, ছয়টি পুলিশ ভ্যান,বি, কে এমইএর প্রতিষ্ঠান। রাজশাহীর তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর অর রশিদ মামুন ইন্তেকাল মোহনপুরে পুকুর খননের মহোৎসব মাধবপুরে তেলবাহী লরির পেছনে বাসের ধাক্কা, সুপারভাইজার নিহত। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন বাকলিয়ায় বিজয় র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত। 

তানোর অসহায় বয়োবৃদ্ধ ঘরবাড়ি গরু ছাগল পুড় ছাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী)
জেলা প্রতিনিধি

রাজশাহী তানোরে বয়োবৃদ্ধ অসহায় বানুর (৬৫) ঘরবাড়ি আসবাব পত্র ও গরু ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বানুর শরীরের প্রায় ৬০% পুড়ে গেছে। প্রতিবেশীরা ইটের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে রেফার্ড করেন। তিনি এখন রামেক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে নিশ্চিত করেন তার বোনের ছেলে সাফিউল। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ১ টার দিকে তানোর পৌর সদর বালিকা স্কুল সংলগ্ন গভীর রাতে আগুন লাগার ঘটনাটি ঘটে।এছাড়াও একই রাতে ধানতৈড় ও চাপড়া গ্রামে দুটি খড়ের পালায় দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে দুটি পালার খড় পুড়ে যায়। এক রাতে তিন জায়গার আগুন নিয়ন্ত্রণ করেন ফায়ার সার্ভিস।
সরেজমিনে বৃহস্পতিবার সকালের দিকে বানুর বাড়িতে গিয়ে দেয়া, বালিকা স্কুল মাঠের পূর্ব দিকে ও প্রতিবেশী বাসির মাস্টারের বাড়ির দক্ষিণে এবং হামিদের বাড়ির উত্তরে অসহায় বানুর বাড়ি। বাড়িটি সেমি পাকা বা ইটের দেয়াল এবং উপরে টিন দিয়ে ছাওয়া ছিল। বাড়ির টিন কাঠ পুড়ে গেছে।পুড়া টিনগুলো বানুর বোনের ছেলেরা ভ্যানে তুলছেন। বাড়ির পশ্চিম উত্তর দিকে গোয়াল ঘর ছিল। সেখানেই পুড়ে যাওয়া একটি গাভী একটি বাছুর ও একটি খাসি পুতে রাখা হয়েছে। ঘরে থাকা খাট ফ্রীজ, বাক্স, আলমারি, প্রায় একমন চালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে পড়ে রয়েছে। বাড়ির পূর্ব দিকে বানুর থাকার ঘর ছিল। আগুন লাগার সাথে সাথে গরু হাম্বা হাম্বা করা শুরু করলে বানুর ঘুম ভাঙ্গে। কিন্তু ঘর থেকে বের হতে পারছিলনা আগুনের লেলিহানের কারনে। তার চিৎকারে প্রতিবেশীরা ঘরের উত্তর দিকের দেয়াল ভেঙে বানুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। বাড়ির টিন কাঠ নামানোর কারনে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। বের হচ্ছে পোড়া গন্ধ।
সেখানেই বাড়ির পোড়া আসবাব পত্র পরিস্কার করছিলেন বানুর বোনের ছেলে সাফিউল ও তার ভাইসহ কয়েকজন। সাফিউল জানান, গরু ছাগল থাকা গোয়াল ঘরের পোড়া টিন কাঠ পরিস্কার করে, গাভী গরু, বাছুর ও খাসিকে মাটির নিচে পুতে রাখা হয়েছে। আমার খালার বাবার বাড়ি কুঠিপাড়া গ্রামে। এখানে দীর্ঘ ত্রিশ বছর ধরে একাই বসবাস করেন। ভিক্ষা বৃত্তি করে দিন যাপন করতেন। ভিক্ষা বৃত্তি ও সাহায্যের টাকা দিয়ে একটি গাভী গরু ও একটি ছাগল কিনেছিলেন। গাভী গরুর বাছুর ছিল। খালার শেষ স্বম্বল বলতে গরু ও খাসি। আর সংসারে থাকা যাবতীয় আসবাব পত্র। কিন্তু কোন কিছুই পুড়তে বাকি রইলনা। প্রতিবেশীরা এগিয়ে না আসলে খালা পুড়ে ছাই হয়ে যেত। দেয়াল ভেঙে খালাকে বের করে প্রতিবেশীরা। খালার শরীরের প্রায় ৬০% পুড়ে গেছে। তবে পৌর সদরে এমন অমানবিক ঘটনা ঘটলেও কেউ পরিদর্শন বা খোঁজ খবর নিতে আসেনি। তবে ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই সব পুড়ে ছাই হয়ে যাই। কিসে থেকে আগুন লাগতে পারে জানতে চাইলে তিনি জানান, গরুর ঘোয়ালে থাকা কয়েল বা বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হতে পারে বলে জানান তিনি।

ফেসবুকে বানুর ঘরবাড়ি গরু ছাগল পুড়ে ছাই হয়ে যাওয়ার ভিডিও দেখে ঘরবন্দী অসুস্থ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন তার দপ্তরের কর্মচারীকে বানুর পুড়ে যাওয়া বাড়ি দেখতে পাঠান এবং ক্ষতির পরিমান নির্ণয় করতে বলেন।
পিআইও জানান, আমি দীর্ঘ দিন বাইক দূর্ঘটনায় পা ভেঙে বাড়িতে ঘরবন্দী হয়ে আছি। ফেসবুকে ভিডিও দেখে কর্মচারীকে কি পরিমান ক্ষতি হয়েছে তা নির্ণয় করতে বলি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে পর্যাপ্ত সহযোগিতার ব্যবস্থা করা হবে।উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সরকারি মোবাইলে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট