
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে আজ ২৫ডিসেন্বর বৃহস্পতিবার পালন করা হয় বর্নিল আয়োজনে
খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। রাত ১২টা ১মিনিট ‘হ্যাপি বার্ড ডে সুরে যিশুখ্রীষ্টের জন্মদিনে কেক কাটে শিশুরা। । প্রতিটি গিজায় ধর্মীয় গান, ভক্তি ও প্রার্থনা করে দিনটিকে স্বরণ করেন ভক্তরা।
খ্রীষ্টান পল্লীগুলোতে করা হয় রঙ-বেরঙের এর আলোকসজ্জা। সাজানো হয় স্টার ও ক্রিসমাস টি দিয়ে। স্বজন আর প্রতিবেশিরদের আপ্যায়ন করতে আয়োজন করা হয়েছে পিঠাপুলিসহ নানা খারা। আনন্দ আর উৎসবেহর মধ্যে বড়দিন পালন করছে শিশুসহ নানা খ্রীষ্টান সম্প্রদায়। বড়দিন উপলক্ষে জেলা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।