
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে ২৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে বিনয় মজুমদার স্মৃতি চারণ ও গুনীজন সম্মাননা সাহিত্য অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আব্দুর সবুর নাট্য ব্যক্তিত্ব সহকারী অধ্যাপক মাহমুদ আলী খন্দকার, কবি সুবাস চন্দ্র ভক্ত, জনাব সহিদ চৌধুরী, দিলিপ সরকার কবি আয়েশা আক্তার শিল্পী, সীমা মন্ডল সুকন্যা মজুমদার কথা, মিতু বালা প্রমুখ। এবং উক্ত সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়), কথা সাহিত্যিক শ্যামল সেন। কবি বিনয় মজুমদার সম্পর্কে সম্মানিত অতিথি বৃন্দ যথাযথ আলোচনা শেষে সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী ও প্রধান অতিথি ডাক্তার সিদ্ধেশ্বর মজুমদার-” বিনয় মজুমদার সম্মাননা স্মারক” তুলেদেন সংবর্ধিত অতিথিদ্বয় কবি দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়) ও কথা সাহিত্যিক শ্যামল সেনকে। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন কবি সুবাস চন্দ্র ভক্ত এবং দিগন্ত সরকার। এবং ডুগি-তবলায় সহযোগিতা করবেন বৃক্ষপ্রেমি বিষ্ণুপদ বিশ্বাস। স্বরচিত কবিতা পাঠ করেন জয় বিকাশ চৌধুরী শ্রীমধু ও ডাক্তার সিদ্ধেশর মজুমদার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সুকান্ত বিশ্বাস।